ইংল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে (CWG 2022) পৌঁছে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতের ওপেনার স্মৃতি। প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তোলে ৫১ রান। তবে স্মৃতির সঙ্গে ওপেন করতে নামা শেফালি বর্মা মাত্র ১৫ রান করে আউট হন। স্মৃতি ও শেফালির পর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান হরমনপ্রীত কৌর এবং জেমাইমা। ২০ বলে ২০ রান করেন অধিনায়ক হরমনপ্রীত।
শেষবেলায় ভারতের হয়ে রান তোলেন দীপ্তি শর্মা। তিনি ২০ বলে ২২ রান করেন। কোনও রান না করেই রান আউট হয়ে যান পূজা বস্ত্রকার। জেমাইমা অপরাজিত থাকেন ৪৪ রানে। ইংল্যান্ডের হয়ে দু’টি উইকেট নেন ফ্রেয়া কেম্প। একটি করে উইকেট নেন ক্যাথরিন ব্রান্ট এবং ন্যাত সিভার।
Kolkata Shoot Out :কলকাতায় জাদুঘরের কাছে এলোপাথাড়ি গুলি সিআইএসএফ জওয়ানের, মৃত ১
ব্যাট করতে নেমে প্রথম থেকেই দ্রুত রান তুলছিল ইংল্যান্ড। ১০ রান প্রতি ওভার তুলছিল তারা। ভারতীয় বোলাররা শুরুতে উইকেট তুলতে ব্যর্থ হন। সোফিয়া ডাঙ্কলে ১০ বলে ১৯ রান করেন। তাঁকে ফেরান দীপ্তি শর্মা। অন্য ওপেনার ড্যানি ওয়াট করেন ৩৫ রান। স্নেহ রানা তুলে নেন তাঁর উইকেট। এলিস ক্যাপসে ১৩ রান করে রান আউট হয়ে যান। ৮১ রানের মধ্যে তিন উইকেট হারায় ইংল্যান্ড।
এরপর ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক ন্যাট সিভার এবং অ্যামি জোনস। কিন্তু ৩১ রানের মাথায় রান আউট হন তিনি। শেষ পর্যন্ত ৪ রানে জিতে যায় ভারত।