সব ঠিকঠাক থাকলে ১৪ জুলাই ঘোষিত হবে এশিয়া কাপের সম্পূর্ণ সূচি। কিন্তু, যে ম্যাচ নিয়ে সর্বস্তরে আগ্রহ, সেই ভারত-পাকিস্তান ম্যাচ কবে হবে? সূত্রের খবর, আগামী ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ডাম্বুলায় আয়োজিত হতে পারে দুই দেশের মধ্যে এই মহারণ। বিসিসিআই ও পিসিবি ইতিমধ্যেই হাইব্রিড মডেলে নিজেদের মধ্যে ম্যাচ খেলতে রাজি হয়ে গিয়েছে।
বিসিসিআই কর্তা অরুণ ধুমাল এই মুহূর্তে ডারবানে রয়েছেন আইসিসি-র কর্মসমিতির বৈঠকের জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান জয় শাহের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান জাকা আশরাফের একপ্রস্থ বৈঠক হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে, ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা হয়েছিল শ্রীলঙ্কার রাজধান কলম্বোতে। এই ম্যাচের টিকিট পাওয়া যাবে www.srilankacricket.lk.- ওয়েবসাইটে। সম্পূর্ণ সূচি ঘোষণা হলে অফলাইনে টিকিট কোথা থেকে পাওয়া যাবে, সেই ঘোষণাও করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।