IND VS West Indies: চতুর্থ দিনে ব্যাটে-বলে দাপট ভারতের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে প্রয়োজন ৮ উইকেট

Updated : Jul 24, 2023 07:44
|
Editorji News Desk

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট (Ind VS West Indies) ম্যাচের চতুর্থ দিনে দাপট দেখাল ভারত । প্রথম দু'দিন সেভাবে উইকেট না পেলেও, চতুর্থ দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ব্যাটারদের কার্যত ধরাশায়ী করে দিলেন ভারতীয় বোলাররা । দাপট দেখালেন ব্যাটাররাও ।

আজ পঞ্চম দিন । সেক্ষেত্রে ত্রিনিদাদে দ্বিতীয় টেস্ট জিততে ভারতের প্রয়োজন ৮ উইকেট । আর ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৬৫ রানের লক্ষ্য । যা বেশ চ্যালেঞ্জের তাঁদের কাছে ।

রবিবারও বৃষ্টির জেরে বিঘ্নিত হয়েছে ম্যাচ । দিনের শুরুতে মাত্র ৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দেন ভারতীয় বোলাররা । ২৫৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ । ১৮৩ রানের লিড নিয়ে ফের খেলা শুরু করে ভারত ।

আরও পড়ুন, India vs Pakistan: ইমার্জিং এশিয়া কাপ, পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ১২৮ রানে হার ভারতের
 

দ্রুত রান তুলতে শুরু করেন রোহিত শর্মারা । বার বার বৃষ্টিতে খেলায় ব্যাঘাত ঘটছিল । সেক্ষেত্রে চতুর্থ ইনিংসে বোলারদের ১০ উইকেট নেওয়ার জন্য পর্যাপ্ত ওভার দিতেই কৌশলী ব্যাটিং শুরু করে ভারত ।

ব্যাটিং করতে নেমে এদিন ফের অর্ধশতরান করেন রোহিত শর্মা । ৫৭ রান করে আউট হলেন তিনি। যশস্বীও ভাল খেলেন । প্রথম অর্ধশতরান পূর্ণ করেন ঈশান। ভারত ২৪ ওভারে দু’উইকেটে ১৮১ রান তুলতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা । ওয়েস্ট ইন্ডিজকে ৩৬৫ রানের লক্ষ্য দেন তাঁরা ।

চতুর্থ দিনে ফের ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ । প্রথম থেকে ভালই খেলছিলেন ব্যাটাররা । তবে, ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে উইকেট পড়তে শুরু করে ।

২৮ রান করে অশ্বিনের বলে সুইপ মারতে গিয়ে আউট হন অধিনায়ক ব্রেথওয়েট। তিন নম্বরে কির্ক ম্যাকেঞ্জি রান পাননি। শূন্য রানে তাঁকে ফেরান অশ্বিন। দিনের শেষে দু’উইকেটে ৭৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ । ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন এখনও ২৮৯ রান । 

INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও