বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে (Ind vs SL test) দর্শকদের ১০০ শতাংশ উপস্থিতি থাকবে বলে বৃহস্পতিবার জানাল কর্নাটকের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA)।
দেশে কোভিড সংক্রমণের (Covid 19) সংখ্যা ক্রমশ কমতে থাকায় এবং টেস্ট ম্যাচে টিকিটের চাহিদা প্রবলভাবে বৃদ্ধি পেতে থাকায় পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে সংশ্লিষ্ট বিষয়টিতে আবেদন জানিয়েছিল কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA)।
কোষাধ্যক্ষ বিনয় মৃত্যুঞ্জয় বলেন, "এই মুহুর্তের পরিস্থিতির ওপর নজর রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আপাতত কোনওরকম বিধিনিষেধ আরোপ করা হবে না দর্শকদের জন্য। স্টেডিয়াম পুরো ভরানোর লক্ষ্যেই আমরা টিকিট বিক্রি করব"।
আরও পড়ুন: মাধ্যমিকে ইন্টারনেট বন্ধ নয়, সরকারি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি হাইকোর্টের
প্রসঙ্গত, ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট (Ind vs SL 2nd test) মোহালিতে (Mohali) আয়োজিত হয়েছিল ৫০ শতাংশ দর্শকাসন ভর্তি করে।
চিন্নাস্বামীতে (Chinnaswamy Test) আয়োজিত দ্বিতীয় টেস্টটি দিন-রাতের। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, গোলাপি বলের এই টেস্টে মোট ৫০ শতাংশ দর্শক থাকবেন মাঠে। পরে, সিদ্ধান্ত বদলানো হল।