হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন । ভারতের প্রথম ইনিংস থামল ৪৩৬ রানে । দুরন্ত ইনিংস খেললেন রবীন্দ্র জাদেজা । কিন্তু, আপশোশ একটাই যশস্বী, লোকেশ রাহুলের পর সেঞ্চুরি হাতাছাড়া হল জাদেজারও । ১৮০ বলে ৮৭ রান করেন তিনি । বর্তমানে ইংল্যান্ডের থেকে ১৯০ রানে এগিয়ে রয়েছে ভারত । ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে পড়েছে ইংল্যান্ড । ১৯০ রানের মধ্যে বেন স্টোকসদের গুটিয়ে দিতে পারলেই টেস্ট জিতে যাবে ভারত ।
টেস্টের তৃতীয় দিন যখন শুরু হয়, তখন ভারত ইংল্যান্ডের থেকে ১৭৫ রানে । সাত উইকেট ৪২১ রান করে ভারত । তবে, তৃতীয় দিনে তাতে যোগ করলেন মাত্র ১৫ রান । পরপর আউট হন রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল । তবে, জাদেজা ছাড়াও ৪৪ রানের দারুন ইনিংস খেলেন অক্ষর প্যাটেল ।
অশ্বিন-জাদেজা ও অক্ষর...এই তিন তারকা স্পিনারের বিপক্ষে তৃতীয় দিনে পিচে টিকে থাকা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন হতে পারে । প্রথম ইনিংসেও ইংল্যান্ডের ৮ খেলোয়াড়কে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন ভারতের এই ত্রয়ী। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে দেখা যেতে পারে স্পিনারদের জাদু।