ভারত বনাম ইংল্যান্ড । বৃহস্পতিবার থেকে শুরু হল হায়দরাবাদ টেস্ট । টসে জিতেছে ইংল্যান্ড । প্রথম টেস্টে রোহিত শর্মার ব্রিগেডের বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বেন স্টোকস । তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে ভারত । অন্যদিকে, ইংল্যান্ডেও থাকছেন তিন স্পিনার । কিন্তু, ভারতের মাটিতে কি বাজবল দেখা যাবে ? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে । যদিও, ইংরেজদের বাজবলকে খুব একটা আমল দিতে চান না ভারত অধিনায়ক রোহিত শর্মা ।
ঘরের মাঠে বিরাট কোহলি ও মহম্মদ শামিকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত । রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে শুভমন গিল । মিডল অর্ডারে কে এল রাহুলরা । জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও তিন নম্বর স্পিনার হিসাবে খেলছেন অক্ষর প্যাটল । পেসার মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরা ।
ম্যাচের আগে রোহিত জানিয়েছেন, প্রথম টেস্টে সেরা দল নিয়েই মাঠে নামবেন। পাঁচ বোলারেই হয়তো এই ম্যাচ খেলবেন তিনি। এই ম্যাচে উইকেটের পিছনে রয়েছেন শিখর ভরত।