দু দশক আগে মঞ্চটা ছিল টোকি ও সিওল। বিশ বছর পর আজ মঞ্চটা কাতারে। এই ফারাকের মধ্যে আজ গোটা এশিয়া তাকিয়ে দুই দেশের দিকে। জাপান ও দক্ষিণ কোরিয়া। এই বিশ্বকাপে যারা নিঃসন্দেহে বিস্ময়। বিশেষ করে জাপান। যাদের কাছে বধ হয়েছে প্রাক্তন দুই বিশ্ব চ্যাম্পিয়ন। জার্মানির বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল শেষ ম্য়াচে। আর স্পেনকে হারিয়ে তারা শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে।
বিশ্বকাপের মঞ্চে বিদেশি কোচের হাতে কোরিয়ানদের সাফল্য আছে। ২০ বছর আগে গুস হিন্ডিঙ্ক দক্ষিণ কোরিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন। আর এবার পাওলো বেন্টোর হাতে তারা ঘুরে দাঁড়িয়েছে। এই বিশ্বকাপে যদি আর্জেন্টিনার হার মহা অঘটন হয়, তাহলে পর্তুগালের হারও খুব কম কিছু নয়। দক্ষিণ কোরিয়া মানেই এখন সন। মাস্ক ম্য়ানের দিকেই তাকিয়ে গোটা সিওল।
অন্যদিকে জাপানিদের শক্তি গতি। কাতারে স্পেন ও জার্মানির ফুটবল গর্ব ধূলিস্যাৎ হয়েছে জাপানিদের গতির কাছে। আজ সামনে গতবারের বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া। তাদের বিরুদ্ধে কী এক ফর্মূলা থাকবে ? আগ্রহ বাড়ছে। কারণ, এশীয়দের বিশ্বাস জাপান ও দক্ষিণ কোরিয়া এখন সবকিছু করতে পারে।