আরও এক বাংলার ক্রিকেটারের টিম ইন্ডিয়ায় খেলা শুধু সময়ের অপেক্ষা। অভিমন্যু ঈশ্বরনকে নিয়ে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আর করবেন না-ই বা কেন! ঘরোয়া ক্রিকেটের নিয়মিত রান তো ছিলই। এবার, টানা পাঁচটি ম্যাচে শতরান করলেন অভিমন্যু। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা চারটি শতরান তাঁর। লিস্ট এ-তে করেছিলেন আরেকটি। ইতিমধ্যেই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার এই প্রতিভাবান ক্রিকেটার। যদিও, প্রথম একাদশে জায়গা পাননি তিনি। রঞ্জিতে চলতি ম্যাচ বাদ দিয়ে এখনও পর্যন্ত ৭৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অভিমন্যু।
উত্তরাখণ্ডে জন্ম হলেও তিনি খেলেন বাংলার হয়ে। বাংলাকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ৭৯টি ম্যাচে অভিমন্যুর সংগ্রহ ৫৭৪৬ রান। ২০টি শতরানও হয়ে গিয়েছে। আইপিএলে কোনও দল পাননি। ভারতীয় লেও প্রথম একাদশে জায়গা পাননি। তবু, ঘরোয়া ক্রিকেটে একের পর এক ম্যাচে রান করে চলেছেন তিনি। ভারতীয় টেস্ট দলে ওপেনার হিসাবে রয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং শুভমন গিল। অভিমন্যুর প্রথম একাদশে সুযোগ পেতে গেলে এখন এই তিনজনের মধ্যে অন্তত দুজনকে বসতে হবে।
কবে শিঁকে ছিঁড়বে এই তরুণের ভাগ্যে? ১৯৯৬ সালের জুন মাসে লর্ডসের নায়কের মতোই কি কোনও রূপকথা অপেক্ষা করে আছে তাঁর জন্য? উত্তর দেবে সময়।