ফের একবার শিরোনামে মহিলাদের টেনিসে এক নম্বর ইগা শিয়নটেক। ফরাসি ওপেনের ফাইনালে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন ইতালির ইয়াসমিনে পাওলিনিকে। ৬-২,৬-১ সেটে ম্যাচ জিতলেন ৬৭ মিনিটে। এই নিয়ে ইগা শিয়নটেক মোট চারবার ফরাসি ওপেন জিতলেন। টানা তিনবার জিতলেন এই গ্র্যান্ডস্ল্যাম!
রোলাঁ গারোতে কার্যত অপ্রতিরোধ্য শিয়নটেক। ৩৬টি ম্যাচের মধ্যে ৩৪টি ম্যাচে জিতেছেন তিনি।
একমাত্র নাওমি ওসাকা ছাড়া আর কোনও প্রতিপক্ষের কাছেই চলতি ফরাসি ওপেনে একটা সেটও খোয়াননি তিনি। ফাইনালের আগে টেনিস বিশেষজ্ঞরা এগিয়ে রেখেছিলেন শিয়নটেককে। তাঁদের জল্পনাই সত্যি হল।
অন্যদিকে, ২৮ বছরের পাওলিনি নিজের কেরিয়ারে মাত্র এক বারই ডব্লিউটিএ খেতাব জিতেছেন। এ বারই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেললেন তিনি।