বিশ্বকাপের গ্রুপ পর্বে আহমেদাবাদে মেগা ম্যাচ ছিল ভারত-পাকিস্তান। এবার বিশ্বকাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়া। পাকিস্তান ম্য়াচে স্লো উইকেট ছিল। রান তুলতে বেগ পেতে হয়েছিল দুই দলকেই। ফাইনালেও তেমনই স্লো উইকেট হবে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনে নেমেই কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার নজর ছিল পিচের উপর। সেমিফাইনালে পিচ নিয়ে অভিযোগ ওটার পর আইসিসির প্রতিনিধি পিচ পরিদর্শন করে গিয়েছেন। জানা গিয়েছে, মাঠের ৬ নম্বর পিচে ফাইনাল খেলা হবে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ওই পিচে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা।
অস্ট্রেলিয়া টিমে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোশে হ্যাজেলউডের মতো পেসার আছেন। ভারতীয় দলেও মহম্মদ শামি দুরন্ত ফর্মে আছে। আছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরাও। তবে স্লো পিচ হলে, পরিকল্পনা বদলাতে পারে দুই দলই। তবে মনে করা হচ্ছে ৩০০-৩১৫ রান তুললে এই ম্যাচ ডিফেন্ড করা সম্ভব।