বিশ্বকাপে মরণ-বাঁচন ম্যাচ। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে নেমেছে পাকিস্তান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বাবর আজম। হাসান আলির ডেলিভারিতে ৩৫ রান করে ফিরেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। কিন্তু হাফসেঞ্চুরি করে ফেললেন রচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। উইকেটের খোঁজে পাক বোলাররা।
এদিকে পাকিস্তান টিমের উপর বিরক্ত পাক বোর্ড। বোর্ড কর্তা জাকা আশরাফ সম্প্রতি প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির সঙ্গে বৈঠক করেছেন। তাঁকে বোর্ডের কোনও পদে আনা হবে কিনা, তা যদিও জানা যায়নি। আফ্রিদি বোর্ডকে কিছু পরিকল্পনা দিয়েছেন বলে পাক বোর্ড সূত্রে খবর। তা পছন্দও হয়েছে জাকা আশরাফের।
বর্তমানে শাহিন শাহ আফ্রিদির প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির জামাই। শ্বশুরকে বোর্ডের কোনও পদে বসানো হলে, অনেকটাই জায়গা পেতে পারেন শাহিন শাহ আফ্রিদি। আশরাফের সঙ্গে আফ্রিদির এই সাক্ষাৎ তাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।