বিশ্বকাপে ফের কবে ফিরবেন হার্দিক পান্ডিয়া! জানা গিয়েছে, সেমিফাইনালের আগে তাঁকে ফেরানো হলে, বাদ পড়বেন একজন। কিন্তু সেই ক্রিকেটার কে! মনে করা হচ্ছে মহম্মদ শামির উপরই কোপ পড়বে।
হার্দিক বাদ পড়ার পর ভারতীয় দলে সূর্যকুমার যাদব ও মহম্মদ শামি। বাদ পড়েছিলেন আরও এক অলরাউন্ডার শার্দুল ঠাকুর। সূর্য দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচে রান পেয়েছেন। মহম্মদ শামি বিধ্বংসী ফর্মে। প্রথম ম্যাচে ৫ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছেন। বিশ্বকাপে তাঁকে বাদ দেওয়া সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।
হার্দিক দলে ঢুকলে একজন অতিরিক্ত ব্যাটার ও বোলার পাবে টিম ইন্ডিয়া। হার্দিক এলে শ্রেয়স আইয়ার বা সূর্যকুমার যাদবকে বাদ পড়তে হতে পারে। তবে বুমরা, সিরাজের সঙ্গে শামিকে রাখলে ভারতের আক্রমণ শক্তিশালী বাড়বে বলেই মনে করা হচ্ছে।