বৃষ্টির ভ্রুকুটি আর কঠিন পরিসংখ্যান। এই দুয়ের চাপে আজ, রবিবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের সামনে ভারত। অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া হঠাৎ করেই চোটের সরণিতে। কারণ, ম্যাচের আগে অনুশীলনে একাধিক ঘটনা। সূর্যর চোট, জাডেজার অস্বস্তি। আর ইশানের মাথায় মৌমাছির কামড়।
হার্দিক পান্ডিয়া না থাকার পর এই ঘটনা কী প্রথম একাদশকে প্রভাবিত করবে ? রাত পর্যন্ত কোনও উত্তর নেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে। তবে মাঠে নামার আগে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় স্বীকার করেছেন, পান্ডিয়ার চোট দলের ভারসাম্যকে প্রভাবিত করেছে।
আরও পড়ুন : ইশানকে মৌমাছির কামড়, সূর্যর হাতে চোট, ধর্মশালায় হঠাৎ করে বিপত্তি টিম ইন্ডিয়ায়
কারণ, টস করতে যাওয়ার আগেই কিউই অধিনায়ক টম ল্যাথম জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে তাদের এই ম্যাচ হতে পারে টার্নিং পয়েন্ট। কারণ, এই ম্যাচ যে জিতবে, সেই এগিয়ে থাকবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথে।
ধর্মশালায় এই ম্যাচের আগে দু দেশ দাঁড়িয়ে এখন আট পয়েন্টে। তাদের পিছনে ছয় পয়েন্ট নিয়ে নিশ্বাস ফেলছে দক্ষিণ আফ্রিকা। তাই লাথাম খুব একটা ভুল কিছু বলেননি।
প্রাক্তনরা দাবি তুলেছেন এই ম্যাচে মহম্মদ শামিকে ফিরিয়ে আনার জন্য। ধর্মশালার বাইশ গজে শামি অনেক বেশি কার্যকর বলেই মনে করছেন ওয়াকার ইউনিস, শেন ওয়াটসনরা।
তাতে বুমরা-শামি-সিরাজ এই কম্বিনেশনে কিউইদের বিরুদ্ধে বাড়তি শক্তি পাবে ভারতীয় বোলিং। পাশাপাশি শার্দূল দলে থাকায় একজন অলরাউন্ডারের অভাব তেমন ভাবে বোধ হবে না।
২০০৩ সালে বিশ্বকাপের মঞ্চে শেষবার নিউজিল্যান্ডকে হারিয়েছিলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর কেটে গিয়েছে বিশ বছর। মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি, কিউইদের বিরুদ্ধে জয় অধরা ভারতের।
চার বছর আগে একটা রান আউট বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে দিয়েছিল ভারতকে। ম্যানচেস্টারে সেবারই শেষ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন ধোনি। অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।