রোহিত শর্মা ক্রিকেটার নন, তিনি একদিনের ক্রিকেটের 'সিংহম'। বিশ্বকাপ ক্রিকেটে মাঠে বল পড়ার আগে ভারত অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিলেন পাকিস্তান দলের সহ-অধিনায়ক শাদাব খান।
এই পাক ক্রিকেটারের মতে, সাদা বলের ক্রিকেটে রোহিতের মতো বিধ্বংসী ওপেনার খুব কমই আছেন। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে রোহিতের ব্যাটিংকে উল্লেখ করেছেন শাদাব।
আরও পড়ুন : ক্যাপ্টেন আশা, বিশ্বকাপের উদ্বোধনে তৈরি বোর্ডের লাইন-আপ
শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপে ভারতের কাছে দুই বারই বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। সেই স্মৃতিতে স্মরণ করেই ১৪ অক্টোবর আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমের পাকিস্তান। তার আগে ভারতকেই এই বিশ্বকাপের ফেভারিট বলছেন পাক দলের সহ-অধিনায়ক।
শাদাবের দাবি, একদিনের ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি, রোহিতকে বল করা সবচেয়ে সমস্যার। ভারত অধিনায়ককে তিনি শ্রদ্ধা করেন বলেও হায়দরাবাদে জানিয়েছেন শাদাব খান। একইসঙ্গে রবি অশ্বিন নয়, পাকিস্তানের কাছে ভয়ের কারণ ভারতীয় বোলার কুলদীপ যাদব। এমনটাও জানিয়েছেন পাকিস্তানের সহ-অধিনায়ক।