বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির শতরানের পিছনে নাকি আম্পায়রের অবদান ? ম্যাচ শেষের পর থেকেই এই দাবি এখন ঘুরছে নেট পাড়ায়। পুণের মাঠে ভারত ম্যাচ শেষ করেছে ৪২ ওভারে। ওই ওভারের একটি বলে ছক্কা হাঁকিয়ে নিজের শতরান এবং ভারতকে জেতান বিরাট।
প্রশ্ন হচ্ছে তার আগের বলটিকে নিয়ে। কারণ, একটি পরিষ্কার ওয়াইড নাকচ করে দেন আম্পায়র রিচার্ড ক্যাটেলব্রো। নেটিজেনদের দাবি, হয়তো বাকি সবার মতো বিরাট মোহে আবদ্ধ ছিলেন আম্পায়রও। তাই হয়তো ওয়াইড দিতে ভুলে গিয়েছেন।
আরও পড়ুন : বিশ্বকাপে তিন নম্বর, আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮টি, আর কী কী রেকর্ড গড়লেন বিরাট কোহলি
ওই বলের পরেই ক্যামেরার ফোকাস করা হয় আম্পায়রের দিকে। পাশাপাশি দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের এই নিয়ে মজা করতেই। এই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া নেট পাড়ায়।
কেউ বলছেন, বিশ্বকাপে আম্পায়রদের মান যে কতটা খারাপ, তা এই ঘটনায় স্পষ্ট। কেউ বলছেন, এই ওয়াইড হলে ভারতের জয়ের জন্য দরকার হত দুই রান। তাতে কী খুব বেশি অসুবিধা হত।
কারণ, শেষ বলে নাসুমকে ছয় মেরেই ম্যাচ জিতিয়েছেন কোহলি। পুণের মাঠে বিশ্বকাপে ভারত চারে-চার করছে। এবার রবিবার। নিউজিল্যান্ডকে হারাতে পারলেই কার্যত সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে রোহিতের টিম ইন্ডিয়া।