প্রথম ওভারে বল করতে এসেই উইকেট পেয়েছিলেন। শেষ করলেন ৫৪ রানে পাঁচ উইকেট নিয়ে। বিশ্বকাপের মঞ্চে ২০ বছর পর নিউজিল্যান্ডকে হারানোর কাহিনিতে বিরাটের সঙ্গেই উজ্জ্বল হয়ে থাকল মহম্মদ শামির এই স্পেল। তাই ম্যাচের সেরা হয়ে কোনও আক্ষেপ রাখতে চাইলেন না। জানালেন অনেক সময় অপেক্ষা ভাল ফল দেয়।
ধর্মশালার আগে পর্যন্ত চার ম্যাচ মাঠের বাইরে থেকেই দেখতে হয়েছে। চার বছর আগে বিলেতের মাটিতে ভারতের অন্যতম সেরা অস্ত্র ছিলেন। কিন্তু চার বছর পর পরিস্থিতি বদলে গিয়েছে।
আরও পড়ুন : চার ম্যাচ পর বিশ্বকাপে ফিরেই প্রথম বলে উইকেট নিলেন বাংলার শামি
রবিবাসরীয় ধর্মশালায় মাঠে ফিরেই শামি বুঝিয়ে দিলেন, তিনি একই আছেন। তাই সেরার পুরস্কার নিয়ে জানালেন, দল যখন ভাল খেলে, তখন পাশে থাকতে হয়। আর সেটাই তিনি করেছিলেন। অপেক্ষা করতে হয় সুযোগে।
বিশ্বকাপের মঞ্চে তৃতীয় ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপে দুবার পাঁচ উইকেট নেওয়ার নজির তৈরি করলেন বাংলার এই স্পিডস্টার। তাঁর আগে এখন জাহির খান ও জাভাগল শ্রীনাথ। পরের গন্তব্য লখনউ। সেখানে কী হবে ? ভাবছেন না মহম্মদ শামি। স্রেফ জানালেন, প্রথম উইকেট আত্মবিশ্বাস বাড়িয়েছিল। শেষ পর্যন্ত সেটাই সঙ্গে থেকে গিয়েছে।