৬৩ বলে ৮৬ রান। হিটম্যান শোয়ে এখনও মজে রয়েছে আমেদাবাদ। এরমধ্যেই মাঠে দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার আম্পায়রকে নিজের পেশি দেখাচ্ছেন ভারত অধিনায়ক। অবশেষে তা খোলসা করলেন রোহিত-ই।
ম্যাচ শেষে ভারত অধিনায়কের ডেপুটি হার্দিক সবার ইন্টারভিউ করছিলেন। সেই ইন্টারভিউতে রোহিত জানান, আম্পায়ার তাঁকে জিজ্ঞাসা করেন কী ভাবে এত জোরে জোরে ছক্কা মারছেন। ব্যাটে নিশ্চয়ই কিছু রয়েছে। রোহিত হেসে জানান, ব্যাটে কিছুই নেই। গায়ের জোর রয়েছে বলেই ছয় তিনি মারতে পারছেন।
আরও পড়ুন : বিশ্বকাপের মঞ্চে বিরাটকে ছুঁলেন রাহুল, কী ভাবে জানেন ?
গত দু বছর ধরেই এই ব্যাটটাই তিনি করতে চাইছিলেন। সেটাই তিনি আমেদাবাদকে উপহার দিয়েছেন। তিনি চেষ্টা করবেন গোটা বিশ্বকাপে যেন তাঁর ব্যাট এই ভাবে চলতে পারে।