আফগানিস্তানের বিরুদ্ধে জঘন্য হার। পাকিস্তানের টিমের ক্রিকেটারদের উপর ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। টিমের জঘন্য ফিল্ডিং নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। পাকিস্তান টিমের জার্সি পরে খেলার যোগ্য কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
একটি সাক্ষাৎকারে আক্রম বলেন, ফিটনেস লেভেল দেখেলেই বোঝা যায়। গত ২ বছর ধরে কোনও ফিটনেস টেস্টই হয়নি। কোনও ব্যক্তিগত ক্রিকেটারের নাম করেননি তিনি। তবে আক্রম জানান, তাঁর মনে হয়েছে, পাকিস্তানের ক্রিকেটাররা রোজ ৮ কেজি করে মাটন খান।
পাকিস্তান টিমে ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা উচিত বলে মনে করেন ওয়াসিম আক্রম। তাঁর মতে, দেশের হয়ে পেশাদারিত্ব দেখানোর জন্য টেস্ট থাকা উচিত। মিসবা উল হক যখন কোচ ছিলেন, তখন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছিলেন আক্রম। প্রাক্তন অধিনায়কের মতে, মিসবাকে ক্রিকেটাররা ঘৃণা করতেন। কারণ ফিটনেসে জোর দেন তিনি।