এভাবেও ফিরে আসা যায়! একটা সময় মনে হয়েছিল, এবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিশ্বরেকর্ড (ODI World Cup 2023) ভেঙে নতুন রেকর্ড গড়বে অস্ট্রেলিয়া (Australia)। হয়ে যাবে ৪৫০-এর বেশি রান।
কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে সাড়ে তিনশোর কিছুটা পরে গিয়ে থামল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সৌজন্য শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ও হ্যারিস রাউফ (Haris Rauf)। ওয়ার্নার (David Warner) ও মার্শের (Mitchell Marsh) জোড়া সেঞ্চুরির পরেও ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ৩৬৭। ৫ উইকেট নিলেন আফ্রিদি। ৩ উইকেট রাউফের। উসামা মির পেলেন ১ উইকেট।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। ওপেনিং পার্টনারশিপেই ২৫৯ রান তোলে অস্ট্রেলিয়া। ১৬৩ রান করেন ওয়ার্নার। ১২১ রান করেন মিচেল মার্শ। আফ্রিদি, রাউফ, মির কেউই বাদ যাননি। চিন্নাস্বামীর উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। ৩৩.৫ ওভারে প্রথম সাফল্য পেলেন আফ্রিদি। ফেরালেন মিচেল মার্শকে। তিন নম্বরে নামা গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরালেন ঠিক পরের বলেই। পরপর দুটি উইকেট হারিয়ে খেলার গতি ফিরে পায় পাকিস্তান। স্টিভ স্মিথকে ফেরান উসামা মির। স্টয়নিসের উইকেট তুলে নেন সেই আফ্রিদি। ফেরেন উইকেট কিপার ব্যাটসম্যান জোশ ইঙ্গিসও। ২৫৯ থেকে ৩৬৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।
আরও পড়ুন: বিশ্বকাপে বিরাটের শতরানের পিছনে কী আম্পায়ের অবদান ? প্রশ্ন নেট দুনিয়ায়
এদিন ম্যাচে ১৪টি ওয়াইড বল দেয় পাকিস্তান। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন আফ্রিদি। ১টি ওভার তার মধ্যে মেডেনও ছিল। মার খান রাউফ ও মির। ৮ ওভারে ৮৩ রান আসে রাউফের ওভারে। মিরের ওভারে ৯ ওভারেই আসে ৮২ রান।