চলতি বিশ্বকাপে আটে আট হয়ে গিয়েছে। এবার লিগ পর্বের শেষ ম্যাচ। রবিবার নবম জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতের ড্রেসিংরুমের মানসিকতা কী হবে। সেই নিয়ে পরামর্শ দিলেন ভিভ রিচার্ডস। ক্যারিবিয়ান কিংবদন্তি জানিয়েছেন. মেন ইন ব্লু-কে আরও খুনে মানসিকতা দেখিয়ে নক-আউটে খেলতে হবে।
প্রথম সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ নিউজিল্য়ান্ড। ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয় ভারতকে। ভিভ রিচার্ডস জানান, তাঁর মনে হয় অপরাজিত থেকেই বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া। ভিভ জানান, গত কয়েকটি আইসিসি ইভেন্টের সঙ্গে এই টিম ইন্ডিয়াকে বিচার করলে হবে না।
সম্প্রতি বিরাট কোহলির ৪৯তম সেঞ্চুরির পর মন্তব্য করেন ভিভ রিচার্ডস। জানান, বিরাট ধারাবাহিক বলেই এই নজির তৈরি করতে পেরেছে।