প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ষষ্ঠবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক রোহিত শর্মার চটজলদি সিদ্ধান্ত নিয়ে সমালোচনা প্রাক্তন বিশ্বজয়ী বীরেন্দ্র সেহওয়াগের। রোহিত থাকলে, খেলা পাল্টে যেতে পারত বলে দাবি প্রাক্তন ওপেনারের।
সেহওয়াগ ক্রিকবাজ ওয়েবসাইটে জানান, রোহিত বড় শট খেলছিলেন। যখন পরপর ছয় ও চার আসছিল ব্যাটে, তখন এরকম শট খেলার দরকার ছিল না। কিন্তু রোহিত হয়তো ভেবেছিলেন, পাওয়ারপ্লে-র শেষ ওভার। রোহিতের আউট হওয়া টিমের কাছে বড় টার্নিং পয়েন্ট হয়ে যায় বলে মনে করছেন সেহওয়াগ।
সেহওয়াগ জানান, রোহিত ছাড়া কোনও ব্যাটসম্যান ওই উইকেটে বড় শট নিতে পারেননি। স্ট্রাইক রোটেট করতেও পারেননি। তাই আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল বলে মনে করছেন রোহিত।