রেকর্ড হয়তো তৈরিই হয়েছে তাঁকে স্পর্শ করার জন্য। এই বিশ্বকাপেও গোড়া থেকেই নজির গড়ছেন বিরাট কোহলি। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যাচ ধরে তিনি পেরিয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলকে। ব্যাট হাতেও ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের আরও একটি নজির। এবার দিল্লি। ঘরের মাঠ। এখানেও এক বিরল নজিরের সামনে কিং কোহলি।
এই প্রথম বিশ্বকাপে নিজের নামের সামনে খেলতে হবে বিরাটকে। অরুণ জেটলি স্টেডিয়ামের একটি স্ট্যান্ড বিরাটের নামে। তাই ছেলেবেলার মাঠে খেলতে নামার আগে অকপট বিরাট। তিনি জানিয়েছেন, সত্যিই তিনি কোনও দিন ভাবতে পারেননি, এমন নজিরের মুখোমুখি হতে হবে। বুধবার এই মাঠে বিশ্বকাপের ম্যাচে আফগানদের বিরুদ্ধে খেলবে ভারত।
আরও পড়ুন : নিশ্চিত সেঞ্চুরি ফেলে এসে হতাশায় মাথা চাপড়ালেন কোহলি, ভাইরাল হল ভিডিও
অস্ট্রেলিয়াকে হারিয়ে পার্টনার কেএল রাহুলের মুখোমুখি হয়েছিলেন বিরাট। বোর্ডের পোস্ট করা ভিডিওতে কোহলি জানিয়েছেন, দিল্লি তাঁর কাছে আবেগের নাম। ফিরোজ শাহ কোটলা, তাঁর ছোটবেলার উঠোন। সেখানেই তিনি বড় হয়েছেন। প্রতিষ্ঠা পেয়েছেন। সেই কোটলায় বুধবার তিনি বিশ্বকাপের ম্যাচ খেলবেন নিজের নামের সামনেই।