চাপ বাড়ল হার্দিকের চোটে। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বল করতে গিয়ে চোট পেলেন ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচের আট ওভারে বল করছিলেন তিনি। সেই সময় একটি বল বাঁচাতে গিয়ে চোট পান হার্দিক। হার্দিকের চোট পাওয়া জেরে বিশ্বকাপের ম্যাচ বল হাতে দেখা গেল বিরাটকে। ওই ওভারের বাকি তিনটি বল করেন বিরাট। ওই ওভারে দু রান দিয়েছেন তিনি। আট বছর পর বিশ্বকাপে বল করলেন বিরাট। প্রথম ১০ ওভারে প্রাথমিক চাপ কাটিয়ে উঠে ভালই শুরু বাংলাদেশের।
এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। প্রায় ২৭ বছর পর বিশ্বকাপের খেলা হচ্ছে পুণেতে। প্রাথমিক ভাবে বাংলাদেশের দুই ওপেনারকে চাপে রেখেছিলেন বুমরা এবং সিরাজ। প্রাথমিক চাপ সামলে তানজিদ এবং লিটন দাশ নিজেদের কোলস ছাড়েন।
শাদুর্ল ঠাকুরের এক ওভারে ১৪ রান নেন বাংলাদেশের দুই ওপেনার। পাটা পিচে ধীরে ধীরে মজবুত হচ্ছে বাংলাদেশের ইংনিস। এই ম্যাচে চোটের কারণে খেলছেন না শাকিব-আল-হাসান।