সচিনের ওয়াংখেড়েতেই এবার মাস্টারকে পিছনে ফেলে দিলেন কিং কোহলি। কমেন্ট্রে বক্সে ভিভ। তাঁর সামনেই এই বিশ্বকাপে আরও একটি হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট। যা দেখে গ্যালারিতে আপ্লুত অনুষ্কাও। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে আছেন বিরাট-পত্নী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে এক বিশ্বকাপে সচিনকে টপকে গেলেন কোহলি। সচিনের ছিল সাত, বিরাট করলেন আট।
কলকাতায় এই বিশ্বকাপে ৩৫তম জন্মদিনের দিন সচিনের ৪৯তম একদিনের শতরানের মাইল ফলক স্পর্শ করেছিলেন কোহলি। তারপর থেকে একটা চাপা উত্তেজনা বয়ে চলেছে তাঁর সেঞ্চুরির হাফ সেঞ্চুরি নিয়ে। এই ম্যাচের ধারাভাষ্য দিতে বসে ভিভ রিচার্ডস জানালেন, বিরাটকে নিজের হালে ছেড়ে দেওয়া উচিত। তাহলেই আরও শতরান দেখতে পারে বিশ্ব ক্রিকেট।
প্রশ্ন হল এই ম্যাচে কত রান করবে ভারত। যে ভাবে এগোচ্ছে, তাতে ৩৫০ রানও হয়তো পেরিয়ে যেতে পারে। তবে মাঝের ওভারে খানিকটা কমেছে রান রেটের দাপট।