বিশ্বকাপে প্রথম। শূন্য রান করে ফিরলেন বিরাট কোহলি। ফিরলেন শুভমান গিলও। লখনউর পিচে প্রথমে ব্যাট করতে নেমে চাপে টিম ইন্ডিয়া।
এদিন টসে হারেন রোহিত শর্মা। ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। অধিনায়ক রোহিত শর্মা টিকে গেলেও,ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে ফেরেন শুভমান গিল। তাঁর ব্যাটে আসে মাত্র ৯ রান। আর ৯টি ডেলিভারি খেলে খাতাই খুলতে পারেননি বিরাট কোহলি।
আরও পড়ুন: পাঁচতারা নয়, পাক ক্রিকেটারদের মন ভরল পার্ক সার্কাসের বিরিয়ানিতে
এদিন ক্রিকেট কিংবদন্তি বিষাণ সিং বেদীকে শ্রদ্ধা জানিয়ে, কালো আর্মব্যান্ড পরে খেলতে নামে টিম ইন্ডিয়া।