১১টি ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং। ঘরের মাঠে এবার বিশ্বকাপে সর্বাধিক রান করলেন বিরাট কোহলি। ১১ ম্যাচে ৭৬৫ রান তাঁর। ফাইনালে ৫৪ রান করে প্যাট কামিন্সের ডেলিভারিতে ফিরলেন কিং কোহলি। একটি বিশ্বকাপে সর্বাধিক রান করে রেকর্ড। আগেই পেরিয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকরকে। আরও একটি রেকর্ড গড়ে পন্টিংকে পেরোলেন বিরাট। বিশ্বকাপের ইতিহাসে সচিনের পরই উঠে এলেন তিনি।
এবার বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। শুরু থেকেই দুর্ধর্ষ পারফরম্যান্স করেন বিরাট কোহলি। এবার বিশ্বকাপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। মোট ৬টি হাফসেঞ্চুরি করেন বিরাট। এবার টুর্নামেন্টে ৬৮টি বাউন্ডারি মারেন। গোটা বিশ্বকাপে মাত্র ৯টি ছয় আসে বিরাটের ব্যাটে। তবুও এবার বিশ্বকাপে শীর্ষস্থানে শেষ করলেন বিরাট।