এক কক্ষে দুই তারকা। ইডেনে সচিন ফলক স্পর্শের পরেই আইসিসির টুইটারে ভেসে উঠলেন সচিন ও বিরাট। দু জনের গায়ে ভারতের জার্সি। সচিনের সঙ্গে হাত মেলাচ্ছেন বিরাট। একে বিশ্বকাপ, তায় জন্মদিন।
তাই ইনিংস শেষ করেন বিরাট জানালেন, যেন ছেলেবেলার স্বপ্ন পূরণ হল। এ যেন তাঁর কাছে অকাল গুরুপূর্ণিমা। মাথায় শতরান ছিল না। ছিল শেষ পর্যন্ত ইনিংসকে টেনে নিয়ে যেতে হবে। কারণ, রোহিত-শুভমনকে খুব অল্প রানেই হারিয়েছিল ভারত। তাই ইনিংসের শেষ পর্যন্ত থাকাটা ছিল তাঁর দায়িত্ব। ইডেনে বিরাট নজির করে অকপট কিং কোহলি।
আরও পড়ুন : গ্যালারিতে মহারাজ, স্বপ্নকে বাস্তব হতে দেখল ইডেন, বিশ্বকাপে শতরান করে সচিন গ্রহে বিরাট
কেমন ছিল ইডেনের পিচ ? কখনও দ্রুত আবার কখন বেশ মন্থর। জানালেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করা বিরাট কোহলি। আলাদা ভাবে প্রশংসা করলেন শ্রেয়স আইয়ারের। বিরাটের মতে, শ্রেয়স হাত খোলার আগেই আউট হয়ে গেলেন। তবে যতক্ষণ ছিলেন, তাঁকে দুরন্ত সাহায্য করেছেন।
ইডেনের অনুভূতি নিয়ে আপ্লুত বিরাট। জানালেন, কলকাতা তাঁকে কখনও খালি হাতে ফেরায়নি। তাই এই মাঠে একদিনের ক্রিকেটে সচিনের শতরানকে স্পর্শ করা এক অন্য মায়া।