ত্রাতা সেই কিং কোহলি। চিপকে হাফ সেঞ্চুরি বিরাটের। অস্ট্রেলিয়ার ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় টপ অর্ডার যা করল, তাতে ড্রেসিং রুমে বসে হয়তো কোচ রাহুল দ্রাবিড়ের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গিয়েছিল।
কারণ, দুই রানের মধ্যে তিন উইকেট হারিয়ে সহজ ম্যাচকে কঠিন করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা, ইশান কিষান এবং শ্রেয়স আইয়ার। এরমধ্যে নির্বিষ অজি পেস আক্রমণকে উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইশান এবং শ্রেয়স। বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন ক্রিকেটারের স্কোর শূন্য। যা এক অপ্রত্যাশিত রেকর্ড।