সচিন শুভেচ্ছায় আপ্লুত বিরাট। তাই জন্মদিনে ইডেনে ম্যাচের সেরা হয়ে বিরাটের গলায় শুধুই সচিন বন্দনা। কলকাতায় তিনি জানালেন, গুরু সচিনের থেকে শুভেচ্ছা পাওয়ার অর্থ আশীর্বাদ পাওয়া।
একইসঙ্গে বিরাটের স্বীকারোক্তি, যতই মালক ফলক স্পর্শ করুন না কেন, তিনি কোনও দিন সচিনের পর্যায়ে নিজেকে উর্ত্তীণ করতে পারবেন না। কারণ, সচিন এখনও ভারতীয় ক্রিকেটের ভগবান।
আরও পড়ুন : ছোট বেলার স্বপ্ন পূরণ করে ইডেনে সচিনকে গুরু প্রণাম বিরাটের
সচিন এক্স প্ল্যাটফর্মে লেখেন, "ভাল খেলেছ বিরাট। ৪৯-৫০-এ যেতে ৩৬৫ দিন লেগেছিল আমার। আশা করি, আগামী কয়েকদিনে আমার রেকর্ড ভেঙে দেবে। শুভেচ্ছা।" ওয়াংখেড়ে স্টেডিয়ামেই সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বিরাট। কিন্তু ৮৮ রান করে ফিরতে হয় তাঁকে। এদিন ইডেনে সেঞ্চুরি পূর্ণ করেন কিং কোহলি।
ইংনিস শেষ করে বিরাট জানিয়েছিলেন, ইডেনের মাঠে আজ তাঁর ছোটবেলার স্বপ্ন পূরণ হল। আর ইডেনে সেরা হয়ে তিনি জানিয়ে গেলেন, তিনি কোনওদিন সচিন হতে পারবেন না।