বিশ্বকাপ ফাইনালে ৫৪ রানে আউট বিরাট কোহলি। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে আউট বিরাট। এর আগে পর্যন্ত কিং কোহলির ব্যাটে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল ভারত। কারণ, প্রথম ১০ ওভারের প্রথম তিন উইকেট হারানোর পর, লোকেশ রাহুলের সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন বিরাট। কিন্তু ম্যাচটা ফিনিশ করে আসতে পারলে না তিনি।
এই মাঠে টস জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা দাবি করেছিলেন, অস্ট্রেলিয়াকে আটকাতে হলে তিনশোর উপর রান করতে হবে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা মোটেই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। অহেতুক তাড়ায় আউট হলেন শুভমন। দুরন্ত ক্যাচে রোহিতকে ফেরালেন ট্রাভিস হেড। আর শ্রেয়স যেন আসা-যাওয়ার মাঝে।
এই মাঠে প্রথম ব্যাটে করে কোনও দলের সর্বোচ্চ রান ২৫১। প্রাক্তনরা বলছেন, স্লো টার্নারে এই মাঠে আড়াইশো অনেক রান। এখন এই অনেক রানটাই করতে হবে ভারতীয়দের।