আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮টি সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ৪৮টি। বিশ্বকাপে বৃহস্পতিবার পুনেতে বিশ্বকাপের তিন নম্বর শতরান করলেন বিরাট কোহলি । দ্রুততম ২৬ হাজার রান করে পেরিয়ে গেলেন সচিন তেন্ডুলকরকে। বিশ্বকাপে সর্বাধিক রানের তালিকায় সচিন, পন্টিং ও সাঙ্গাকারার পরেই উঠে এলেন বিরাট।
পঞ্চমীর সন্ধ্যায় বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে সেই পুরনো মেজাজে কিং কোহলি। দ্বিতীয় ইনিংসে নিজের সেঞ্চুরি ও দলকে জেতালেন। পরিণত ইনিংস এল তাঁর ব্যাটে। ম্যাচের সেরা হয়ে বিরাট কোহলি জানালেন, ঘরের মাঠে বিশ্বকাপ। আর সেই পুণেতে সেঞ্চুরি অন্য অনুভূতি। প্রথম দুটো বল ফ্রি-হিট ছিল। একটিতে এসেছিল বাউন্ডারি। অন্যটি ওভারবাউন্ডারি। ম্যাচ শেষে বিরাট জানালেন, ওটিই তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল।
আরও পড়ুন: রানতাড়া করে সেঞ্চুরি বিরাটের, পুণেতে বাংলাদেশ বধ ভারতের