রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামছে ভারত। এবার দেশের হয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন বিরাট কোহলি। বিশ্বকাপে রবিবার অনিল কুম্বলের রেকর্ড ভাঙতে পারেন বিরাট। কী সেই রেকর্ড।
এখনও পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন অনিল কুম্বলে। বর্তমানে বিরাট কোহলি ও কুম্বলে এখনও একই সংখ্যক ক্যাচ ধরেছেন। কুম্বলে ও কোহলি দুজনেই বিশ্বকাপে ১৪টি করে ক্যাচ ধরেছেন। এবার বিশ্বকাপে কুম্বলের রেকর্ড ভাঙতে চলেছেন বিরাট। একটি ক্যাচ ধরলেই ওই রেকর্ড পেরিয়ে যাবেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ দেখার শেষ সুযোগ, ১৪ হাজার টিকিট ছাড়ল বোর্ড, কখন শুরু বুকিং