বিশ্বকাপের সেমিফাইনালে (CWC Semi Final 2023) নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি (Virat Kohli) ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি। বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রান করে পেরিয়ে গেলেন সচিন তেন্ডুলকরকে। ২০০৩ সালে সচিন তেন্ডুলকর জোহানেসবার্গে ৬৭৩ রান করেছিলেন। এদিন সেই রেকর্ড ভাঙলেন কিং কোহলি।
সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে এদিন আরও রেকর্ড গড়েন বিরাট। বিশ্বকাপে নন-ওপেনার ব্যাটার হিসেবে সর্বাধিক রান করেন তিনি। শুধু তাই নয় ওয়ানডে ক্রিকেটে রানের নিরিখে পেরিয়ে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকেও। এখন তাঁর আগে আছেন কুমার সাঙ্গাকারা ও সচিন তেন্ডুলকর।
আরও পড়ুন: বিরাট কোহলির বাউন্ডারিতেই ২০০ পার, বড় রানের পথে টিম ইন্ডিয়া
২০ বছর আগে ২০০৩ বিশ্বকাপে সচিন তেন্ডুলকর ১১ ম্যাচে ৬৭৩ রান করেছিলেন। জোহানেসবার্গ বিশ্বকাপে একটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। সেই নজির ভেঙে দিলেন বিরাট।