টানা ১০টি ম্যাচে অপ্রতিরোধ্য। ফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মাঝেই ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন শুভমান গিল। এক নম্বর বোলার মহম্মদ সিরাজ। বিশ্বকাপে সর্বাধিক রান করে শীর্ষে বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের সামনেই ভাঙলেন তাঁর গুরুর রেকর্ড। সর্বাধিক উইকেটের লড়াইয়ে মহম্মদ শামি।
১০টি ম্যাচ খেলে তিনটি শতরান করেছেন বিরাট কোহলি। ফাইনালের আগে ৭১১ রান করে শীর্ষে বিরাট। দ্বিতীয় স্থানে রয়েছেন কুইন্টন ডি কক। দ্বিতীয় সেমিফাইনালে মাত্র ৩ রান করে ফিরেছেন তিনি। ১০ ম্যাচে তাঁর রানসংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪। ৫৭৮ রান করে তিনে আছেন কিউয়ি রচিন রবীন্দ্র। নিউজিল্যান্ড বিদায় নেওয়ায়,আর সুযোগ নেই তাঁর। বিরাটই যে এবার বিশ্বকাপে সর্বাধিক রান করবেন, তা একপ্রকার নিশ্চিত।
বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়ে শীর্ষে মহম্মদ শামিও। বুধবার পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, ৬টি ম্যাচ খেলে ২৩ উইকেট তুলে নিয়েছেন। তিনবার ৫ উইকেট নিয়ে ফেলেছেন। ৯টি ম্যাচ খেলে ২২ উইকেট অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার। তিন নম্বরে আছেন শ্রীলঙ্কার দিলশান মদুশঙ্ক। জসপ্রীত বুমরা প্রথম পাঁচের মধ্যে থাকলেও শামির থেকে অনেকটাই দূরে। ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে প্রথম দশের মধ্যে আছেন রবীন্দ্র জাদেজাও।