এবার বিশ্বকাপে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। চোটের জন্য বিশ্বকাপে দলে ফিরতে পারবেন কিনা, তাও নিশ্চিত ছিলেন না। সেই ট্র্যাভিস হেডই বিশ্বকাপ ফাইনালে ৯৫ বলে সেঞ্চুরি করলেন।
২০ বছর আগে ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরি পান রিকি পন্টিং। ২০ বছর পর সেই বৃত্তই যেন সম্পূর্ণ করলেন ট্র্যাভিস হেড। ফাইনালে ভারতের ১ লক্ষ ৪০ হাজার ভারতীয় দর্শকের সামনে পাহাড় প্রমাণ চাপ নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন হেড।
বিশ্বকাপ ফাইনালে ট্র্যাভিস হেডকে যিনি সঙ্গ দিলেন তিনি মার্নাস লাবুশানে। ট্র্যাভিস যখন সেঞ্চুরি পেলেন, তখন লাবুশানের রান ৮২ বলে ৪১।