টানা ৯টি ম্যাচ জিতে সেমিফাইনালে নামবে ভারত। এমন জয়ের নজির এর আগে ছিল না ভারতের। বুধবার ওয়াংখেড়েতে সেমিফাইনাল। আর সেই সেমিফাইনালে ৯টি ম্যাচের জয়ই কাঁটা হয়ে দাঁড়াবে না তো। তবে রোহিত শর্মা কিন্তু আত্মবিশ্বাসী। জানালেন, ৯টি ম্যাচে জিতে টিমের লক্ষ্য ১১ করা। গত ৯টি ম্যাচের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বলেও জানালেন ভারত অধিনায়ক।
নেদারল্যান্ডস ম্যাচে ৯জন বোলারকে বল করিয়েছেন অধিনায়ক রোহিত। বল করেছেন বিরাট ও রোহিত নিজেও। বিশ্বকাপে একটি করে উইকেটও পেয়েছেন দুজনেই। রোহিত মনে করছেন, এই একটি মাত্র ম্যাচে এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল তাঁর কাছে। সেমিফাইনালের প্রস্তুতির মতোই খেলেছে গোটা টিম। তবে রোহিত সতর্ক করে দেন, টিম ইন্ডিয়ার কাছে যা প্রত্যাশা, সেটা টিমের সবার মাথায় আছে। তাই ভুল করতে চান না।
আরও পড়ুন: দীপাবলিতে দেশকে উপহার টিম ইন্ডিয়ার, টানা ৯ ম্যাচে জয়, ১৬০ রানে হার নেদারল্যান্ডসের