তাঁর বলেই বিশ্বকাপে বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশের। বিশ্বকাপের মঞ্চে আরও একটা নজির তৈরি করলেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে উইকেট নিয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার তালিকায় ঢুকে পড়লেন তিনি। এই ম্যাচে ২৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন আফ্রিদি।
কেরিয়ারের ৫১তম ম্যাচে এই নজির তৈরি করলেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর শিকার এখন ১০২। গড় ২৩। বাংলাদেশ ম্যাচে তাঁর শিকার তানজিদ, শান্ত এবং মামুদদুল্লাহ। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৬ উইকেট পেয়েছেন এই পাক পেসার। ৫৪ রান দিয়ে পাঁচ উইকেট এখনও পর্যন্ত তাঁর সেরা স্পেল। বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার সঙ্গে এখন যৌথভাবে শীর্ষে আফ্রিদি।
ইডেনে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। এই ম্যাচ জিতে ফের তারা চলে এসেছে পাঁচ নম্বরে।