প্রথম কয়েকটা ম্যাচ ড্রেসিং রুমে বসেই কাটাতে হয়েছে মহম্মদ শামিকে। কেউ কেউ বলছেন হার্দিকের চোট যেন শাপে বর হয়েছে। নইলে হয়ত শামির এই বিধ্বংসী রূপ দেখাই হাত না দেশবাসীর। মাত্র ৬টি ম্যাচ খেলেছেন তিনি, আর তাতেই ২৩টা উইকেট নিয়ে , তিনি বিশ্বকাপের সর্ব্বোচ্চ উইকেট শিকারি। একেকটা ম্যাচে ৫টার বেশি করে উইকেট ঘরে তুলেছেন শামি। সেমিতে নিউজিল্যান্ডের ৭টা উইকেট নিয়েছেন তিনি। তাঁকে নিয়ে এখন উদযাপনের শেষ নেই।
কিন্তু, হার্দিক চোট না পেলে নাকি শামিকে খেলানোরই কথা ছিল না টিম ইন্ডিয়ার। এমনটাই জানিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। হার্দিক বিশ্বকাপ থেকে সরে না দাঁড়ালে ‘শামি-ফাইনালের’ সাক্ষী থাকা হতই না। শামি এ বারের বিশ্বকাপে শুধু নেদারল্যান্ডস ম্যাচে উইকেট পাননি। তার আগে চারটি ম্যাচে খেলেননি। অর্থাৎ ৫ ম্যাচেই তিনি প্রতিপক্ষের ‘যম’ হয়ে উঠেছেন।
Rahul Dravid in ICC world cup: আরও একটা সুযোগ, ২০ বছর আগে হারের বদলা কি নিতে পারবেন দ্রাবিড়?
রাঠৌর বলেন, যে পরিকল্পনা নিয়ে দল সাজানো হয়েছিল তাতে শামির জায়গা হচ্ছিল না। খুব কঠিন ছিল তাঁকে দলে নেওয়া। হার্দিক চোট পাওয়াতে সেই সুযোগ আসে কিন্তু শামিকে না খেললেও তৈরি রাখা হয়েছিল তাঁকে।