বিশ্বকাপ ফাইনালের আগে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। টিম বাসকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। রাস্তার দুধারে একাধিক সমর্থক ভিড় করে ছিলেন। হাতে জাতীয় পতাকা, গায়ে টিম ইন্ডিয়ার নীল জার্সি। বাসে রোহিত-বিরাটদের দেখেই স্লোগানে, চিৎকারে ফেটে পড়েন সমর্থকরা।
এদিন সকাল থেকেই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। মাঠের দর্শকরা একাধিক পোস্টার নিয়ে হাজির হয়েছেন। মুখে জাতীয় পতাকার রঙ। ভিড় করেছেন ভারত আর্মির ফ্যানরাও। সকাল থেকে মাঠ প্রস্তুত করছেন গ্রাউন্ড স্টাফরা। ফাইনালের আগে যাতে মাঠকে সেরা পর্যায়ে রাখা যেতে পারে।