বেঙ্গালুরুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচের লড়াই। শুক্রবার সন্ধ্যায় অনুশীলনে টিম ইন্ডিয়া। চিন্নাস্বামী স্টেডিয়ামে চেনা ছন্দেই দেখা গেল বিরাট, শুভমান, শ্রেয়স আইয়ারদের। সেমিফাইনালের কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া।
এদিন অনুশীলনে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে। এবার বিশ্বকাপে এখনও একটি ম্যাচেও খেলেননি তিনি। নেদারল্যান্ডস ম্যাচে তাঁকে নামানো হতে পারে। এদিকে এদিন অনুশীলনে বাঁ-হাতি বোলারদের নেটে ব্যাট করলেন বিরাট। এরপর শার্দুলের ডেলিভারি খেলতে দেখা যায় বিরাটকে।
চিন্নাস্বামীর মতো স্টেডিয়ামে স্কোরবোর্ডে রান উঠবে। তাই বিরাট আরও একটি সেঞ্চুরি করে ঘরের মাঠে সচিনের রেকর্ড ভাঙতেই পারেন। তারই প্রস্তুতি নিয়ে রাখলেন কিং কোহলি।