রবিবার বিশ্বকাপ ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মতো পাঁচবারের বিশ্বজয়ী টিম। শুক্রবারই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া। শুক্রবার দুপুর ৩টে থেকে অনুশীলনে নামার কথা ছিল টিম ইন্ডিয়ার।
তার আগে খুঁটিয়ে খুঁটিয়ে পিচ পরিদর্শন করলেন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। পিচ কিউরেটরের সঙ্গে কথা বলতেও দেখা যায় টিম ইন্ডিয়ার হেড কোচকে।
শুক্রবার আহমেদাবাদে রুদ্ধদ্বার অনুশীলন ছিল টিম ইন্ডিয়ার। চুপিসারে অস্ট্রেলিয়া বধের অঙ্ক কষাই লক্ষ্য ভারতের। জানা গিয়েছে, বিশ্বকাপ ফাইনালে স্লো-টার্নিং উইকেট হতে পারে। সেই অনুযায়ী অনুশীলন সারল দল। এদিন ঐচ্ছিক অনুশীলন ছিল। ছিলেন না বিরাট কোহলি। কালো কাপড় ঘেরা মাঠে অনুশীলন সারে দল।