২০১১ সালে বিশ্বকাপ। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর ৯ বছর পেরিয়েছে। নকআউট থেকেই বিদায় নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কখনও সেমিফাইনাল, কখনও ফাইনাল। তবে কি ভারতের গায়েও এবার চোকার্স তকমা। বড় ম্যাচে নার্ভাস ব্রেক ডাউন হয় টিম ইন্ডিয়ার! প্রশ্ন তুলতে শুরু করেছে ক্রিকেটবিশ্ব।
শুরু হয়েছিল ২০১৪ সালে। T20 বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল ধোনিদের। ২০১৬ সালে দেশের মাটিতে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় ভারত। ২০২২ সালের সেমিফাইনালেও হারতে হয়। একবার ওয়েস্ট ইন্ডিজ ও অন্যবার ইংল্যান্ড ছিল প্রতিপক্ষ। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয় ভারত।
২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় টিম ইন্ডিয়াকে। ২০২৩ বিশ্বকাপেও ফাইনালে হেরে বিদায় নিতে হল ভারতকে।