১০টি ম্যাচে অপ্রতিরোধ্য। বিশ্বজয়ের শেষ ম্যাচেও অপ্রতিরোধ্য থেকেই শেষ করতে চায় টিম ইন্ডিয়া (Team India Arrives Ahmedabad)। ওয়াংখেড়ে সেমিফাইনালের সোনালি স্মৃতি কাটিয়ে এবার লক্ষ্য আহমেদাবাদ। বৃহস্পতিবারই সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। সন্ধ্যে সাতটা নাগাদ বিমানবন্দর থেকে টিমবাসে বাইরে আসেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
আহমেদাহাদের মোতেরা স্টেডিয়ামে শুরু হয়েছিল বিশ্বকাপ। ৪৫ ম্যাচ পর এই মাঠেই ফাইনাল। শুক্র ও শনি মোতেরায় অনুশীলন করবে টিম ইন্ডিয়া। রবিবার ফাইনালের আগে মোতেরার পিচকে ভাল করে বুঝে নিতে চায় টিম ইন্ডিয়া। এই মাঠে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ফাইনালে এই মাঠে জিতেই তৃতীয় জয়ের নজির গড়তে চান রোহিত শর্মারা।
আরও পড়ুন: বিরাটের সেঞ্চুরিতে বিরিয়ানির দোকানে হুলুস্থূল, বন্ধ করে দেওয়া হল রেস্তোরাঁ