ধর্মশালায় কী হল ভারতীয় দলের। বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্যাচের ২৪ ঘণ্টা আগে হঠাৎ করে মিনি হাসপাতালে পরিণত হল টিম ইন্ডিয়া। অনুশীলনে চোট পেলেন সূর্য যাদব। মৌমাছি কামড়ে দিল ইশান কিষাণকে। নেটে ব্যাট করতে গিয়ে অস্বস্তি বোধ করলে রবীন্দ্র জাডেজা। এরমধ্যে কোচ রাহুল দ্রাবিড় স্বীকার করে নিলেন হার্দিক পান্ডিয়ার চোট দলের ভারসাম্যে প্রভাব ফেলল।
রবিবারের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারমধ্যে শনিবার সন্ধ্যে বেলা অনুশীলন করতে নামেন ভারতীয় ক্রিকেটাররা। হার্দিকের বদলে কে,এখন সেই খোঁজ চলছে ভারতীয় দলে। তারমধ্যে থ্রো ডাউন করার সময় নেটে ব্যাট করা সূর্য যাদবের হাতে চোট লাগে। এই বিভ্রাট কাটতে না কাটতে মৌমাছি এসে কামড়ে দিয়ে যায় ইশান কিষাণকে। তাঁকে দ্রুত মাঠ থেকে বার করা হয়।
এই অবস্থায় অষ্টমীর রবিবার কিন্তু তাকিয়ে বিরাটের ব্যাটে সন্ধিপুজোর আবাহনে। বাংলাদেশ ম্যাচে শতরান করে এই ম্যাচ খেলতে নামবেন তিনি। চার বছর আগে এই কিউইদের কাছে হেরে তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন থমকে গিয়েছিল। এখন তিনি অধিনায়ক নন। তবুও বিরাট নজরে থাকবে এই ম্যাচ থেকে জয়।