ভারত-ইংল্যান্ড ম্যাচে বোলারদের দাপটে জয় পেয়েছে ভারত। ১০০ রানের ব্যবধানে জয় এসেছে ভারতীয় শিবিরে। ভারতের এহেন দাপুটে ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব।
এই জয়ের পর রীতিমতো আবেগে ভাসছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। শামির (Mohammed Shami) দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে 'হরিয়ানার হ্যারিকেন' কপিল দেবের (Kapil Dev) সঙ্গেও তুলনা করেন তিনি।
ভারত ম্যাচ জেতার পর গাভাস্কার জানান, 'শামিকে দেখে তাঁদের নিজেদের সময়ের কথা মনে পড়ে যায়। কপিল দেব যেমন ঘণ্টার পর ঘণ্টা নেটে বোলিং করতেন, শামিও ঠিক সেভাবেই প্রতিটি ম্য়াচের আগে কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করে নেন।'
আরও পড়ুন - সুস্থ হচ্ছেন হার্দিক পান্ডিয়া, কবে ফিরবেন মাঠে ? কি জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড ?
লখনউয়ের ম্যাচে অশ্বিনকে বাইরে রেখে শামিকে খেলানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। সেই ট্রিক কাজে এসেছে। শামির বলেই পরপর মাঠ ছেড়েছেন বেন স্টোকস এবং জনি বেয়ারস্ট্রো।