বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও নেই। বুধবারই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হবেন শুভমান গিল। পাকিস্তান ম্যাচে তাঁর নামার সম্ভাবনা উজ্জ্বল। তাই খুশি ক্রিকেটপ্রেমীরা।
বোর্ড সূত্রে খবর, বাণিজ্যিক বিমানে বুধবারই চেন্নাই থেকে আহমেদাবাদে যাওয়ার কথা শুভমানের। ওখানে গিয়েই বিশ্রাম নেবেন তিনি। বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা হবে। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। আইপিএলে এবার গুজরাতের ঘরের মাঠ আহমেদাবাদে সবথেকে বেশি ফর্মে ছিলেন শুভমান। ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরিও এই মাঠে ছিল। তাই তাঁকে এই মাঠে খেলানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: কোটলায় অশ্বিনের বদলি শার্দূল, টস জিতে ব্যাট করছে আফগানিস্তান
মঙ্গলবার ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, শুভমান দ্রুত সুস্থ হয়ে উঠছেন। দলে যোগ দিলেও শেষ পর্যন্ত আফগানিস্তান ম্যাচে শুভমান খেলবেন কিনা, তা নিয়েই প্রশ্ন ছিল। কিন্তু এদিনও খেলানো হয়নি তাঁকে।