ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচে এক নজিরবিহীন ঘটনা। সম্প্রতি মানকাডিংয়ে বৈধ বলেই ঘোষণা করেছে আইসিসি এবং এমসিসি। লখনউয়ে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচে দু বার এই সুযোগ পেয়েও স্পোর্টসম্যান স্পিরিট দেখালেন অজি ক্রিকেটার মিচেল স্টার্ক।
ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ওপেনার কুশল পেরেরাকে আউট করার সুযোগ পেয়েছিলেন। প্রথম ওভারের চতুর্থ বলে এই সুযোগ এসেছিল। সেবার কুশলকে সর্তক করা হয়েছিল। ম্যাচের পঞ্চম ওভারে ফের একই ভুল করেন কুশল। কিন্তু এবারও সুযোগ পেয়ে তাঁকে আউট করেননি স্টার্ক। বরং আম্পায়রের কাছে কুশলের বিরুদ্ধে নালিশ করেন।
আরও পড়ুন : ঊরুর চোটে কাবু শাকিব, খেলবেন কী ভারতের বিরুদ্ধে ?
বিশ্বকাপের ম্যাচে এদিন প্রথম ব্যাট করছে শ্রীলঙ্কা। অবশেষ অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে ৭৮ রান করে আউট হন কুশল পেরেরা। ভাল শুরু করে মাঝপথে দ্রুত উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচ জিততে মরিয়া অস্ট্রেলিয়া।