বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার হোমওয়ার্ক করার ম্যাচ। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে এই ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছে আফগানিস্তান। পয়েন্ট তালিকায় দু দল চার পয়েন্ট পেয়েছে। ফলে এই ম্যাচ জিতবে, তারা খানিকটা হলেই এগিয়ে থাকবে।
ভারতের বিরুদ্ধে বড় ম্যাচ খেলতে নামার আগে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস জানিয়েছেন, তিনিও টস জিতলে ব্যাট করতেন। কারণ, এই ম্যাচ থেকে বেশি রান চান তাঁরা। তাহলে ভারতের বিরুদ্ধে হাতে বড় রান রেট থাকবে তাঁদের।
উল্টোদিকে বিশ্বকাপে এই প্রথম জয়ের হ্যাটট্রিক চায় আফগানিস্তান। সেইকারণে এই ম্যাচেও মুজিব, রশিদ, নবিদের উপরেই ভরসা আফগান অধিনায়ক হাসমাতুল্লা শাহিদির।