সমরাবিক্রমরাণার ব্যাটে বিশ্বকাপে অঘটন রুখল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পেল তারা। শনিবার লখনউয়ে শ্রীলঙ্কা জিতল পাঁচ উইকেটে। নেদারল্যান্ডসের ২৬২ রান তাড়া করতে নেমে এই ম্যাচে ৫২ রানের মধ্যে দু উইকেট হারায় শ্রীলঙ্কা। সেই কাঁপুনি থেকে দলকে টেনে বার করেন সমরাবিক্রমরাণা। নিশাঙ্কা আউট হন ৫৪ রান করে। ৯১ রানে অপরাজিত থাকেন সমরাবিক্রমরাণা।
এদিন প্রথম ব্যাট করে ২৬২ রান করে নেদারল্যান্ডস। খুব দ্রুত উইকেট হারালেও ম্যাচে মাঝমাঝি সময় থেকে হাল ধরেন ডাচরা। লোগান এবং সিব্র্যান্ডের ব্যাট নয়া রেকর্ড তৈরি করেন তারা। এই দুই ব্যাটার ভেঙে দেন বিশ্বকাপে ধোনি এবং জাডেজার রানের পার্টনারশিপ।
৭০ রান করে আউট হন সিব্র্যান্ড। এই ম্যাচে মধুশঙ্কা এবং রাজিথা দু জনেই চারটি করে উইকেট নেন। ডাচদের হয়ে তিনটি উইকেট আরিয়ান দত্তের।