বিশ্বকাপের এশীয় ডার্বিতে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। হায়দরাবাদের এই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা জানিয়েছেন, সন্ধ্যায় বল ঘুরতে পারে। তাই তাঁরা প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন পাকিস্তানের বিরুদ্ধে রাজিতার বদলে দলে এসেছেন মহেশ তিকশানা। উল্টোদিকে পাক দলেও একটি পরিবর্তন হয়েছে। বাবর আজম জানিয়েছেন, ফকর জামানের বদলে এই ম্যাচে খেলছেন সফিক।
ব্যবধান মাত্র কয়েকদিনের। বদলে গিয়েছে শুধু প্রেক্ষাপট। গত মাসেই এশিয়া কাপে পাকিস্তানে হারিয়ে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। সেটা ছিল কলম্বো। আর আজ, মঙ্গলবার হায়দরাবাদে বিশ্বকাপের মঞ্চে ফের মুখোমুখি হচ্ছে দুই দেশ। পরিসংখ্যান বলছে, এ যাবৎ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচও জেতেনি শ্রীলঙ্কা। চার বছর আগে বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল দু দেশের ম্যাচ।
আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া হল শুভমনকে, পাক ম্যাচেও অনিশ্চিত এই ক্রিকেটার
এবার বিশ্বকাপে বেশ বড় ব্যবধানে জিতে ভারতের মাটিতে শুরু করেছে পাকিস্তান। হায়দরাবাদকে ইতিমধ্যেই ঘরের মাঠ বলেও মনে করছেন পাক অধিনায়ক বাবর আজম। তবে প্রতিপক্ষ নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কার মধ্যে যে ফারাক রয়েছে, তা ম্যাচের আগে স্বীকার করলেন পাকিস্তানের হেড কোচ গ্র্যান্ট ব্যাডবার্ন।
উল্টোদিকে দক্ষিণ আফ্রিকার কাছে দুরমুষ হয়েই বিশ্বকাপ শুরু হয়েছে শ্রীলঙ্কার। তাদের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে নজির তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ক্ষত ভুলেই এদিন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চান লঙ্কার ক্রিকেটাররা। এশিয়া কাপ থেকে বিশ্বকাপ, এইটুকু সময়ে দলের মনবল বেশ তলানিতেই রয়েছে। তবে, শাহিন শাহের আক্রমণ ঠেকাতে তৈরি কুশল মেন্ডিসরা। হায়দরবাদেই ভাঙতে চান বিশ্বকাপের মিথ।